কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

পাকিস্তানে বন্যা: রেকর্ড বর্ষার পর ডেঙ্গুর প্রকোপ বাড়ছে

কালের কণ্ঠ পাকিস্তান প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২২, ০৮:৩১

সাম্প্রতিক বন্যার পর স্বাস্থ্য সংকটের আশঙ্কা প্রকাশ করেছেন পাকিস্তানের স্বাস্থ্য কর্মকর্তারা। দেশটিতে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে তিন কোটি ৩০ লাখ মানুষ। চলতি বছরের জুন মাসের মাঝামাঝি থেকে বন্যার কারণে অন্তত দেড় হাজার মানুষের প্রাণহানি ঘটেছে।


বিবিসি জানিয়েছে, দেশটির বিভিন্ন স্থানে এখনো লোকজনকে উদ্ধার ও সরিয়ে নেওয়ার কাজ অব্যাহত রয়েছে।


এরই মধ্যে স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, পাকিস্তানে ডেঙ্গু ও ম্যালেরিয়ার  প্রকোপ বাড়ছে।


বাস্তুচ্যুত বহু সংখ্যক মানুষ জমে থেকে পানির কাছাকাছি বসবাস করছে। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এরই মধ্যে পাকিস্তানে প্রাণহানির ঘটনা ঘটেছে। দিন দিন আক্রান্তের সংখ্যাও বাড়ছে।


পাকিস্তান কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটির সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকায় বন্যার পানি কমতে অন্তত ছয় মাস সময় লাগতে পারে। কলেরা ও ডেঙ্গুসহ জলবাহিত রোগের হুমকির কারণে ভয় আরো বেড়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও