সিরামিকশিল্প খাতের ৭০টি কারখানার মধ্যে ২৫টি তিন মাসের বেশি সময় ধরে তীব্র গ্যাস-সংকটে ভুগছে। এর মধ্যে দুই সপ্তাহ ধরে কারখানাগুলো দিনের অর্ধেক সময়, অর্থাৎ ১২ ঘণ্টাই গ্যাস পাচ্ছে না। এতে কারখানাগুলোর উৎপাদন ব্যাপকভাবে বাধাগ্রস্ত হচ্ছে।
সিরামিক কারখানাগুলোতে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবি জানিয়ে গত সোমবার প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরীকে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিসিএমইএ)।
একই সঙ্গে তারা গ্যাস-সংকটে উৎপাদন ক্ষতিগ্রস্ত হওয়ায় সিরামিক কোম্পানিগুলোর সব ধরনের ঋণের কিস্তি পরিশোধে এক বছর অতিরিক্ত সময় দেওয়ার দাবি জানায়।