চতুর্থ প্রান্তিক থেকে মাদারবোর্ডের দামও বাড়াবে ইন্টেল

বণিক বার্তা প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২২, ০৮:১৯

চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের আয় প্রতিবেদন প্রকাশের সময় অধিকাংশ প্রধান যন্ত্রাংশের দাম বাড়ানো কথা জানিয়েছিল যুক্তরাষ্ট্রের প্রযুক্তি জায়ান্ট ইন্টেল। এসব যন্ত্রাংশের মধ্যে সেন্ট্রাল প্রসেসিং ইউনিটও (সিপিইউ) ছিল। তবে টেকনোস্পোর্টসের তথ্যানুযায়ী, দাম বাড়ানোর তালিকায় মাদারবোর্ডও রয়েছে। খবর টেকটাইমস।


নতুন ৭০০ সিরিজের মাদারবোর্ডও এর অন্তর্গত। আকস্মিকভাবে এ অন্তর্ভুক্তির কারণ ইন্টেল মাদারবোর্ডে যেসব টিপসেট ব্যবহার করা হচ্ছে সেগুলো টিম ব্লুই তৈরি করেছে। তৃতীয় কোনো পক্ষ এর সঙ্গে জড়িত নয়। মাদারবোর্ডগুলোয় ইন্টেলের ১৩ প্রজন্মের র্যাপটর লেক প্রসেসর সাপোর্ট করে। প্রতিষ্ঠানটির ক্লাউড কম্পিউটিং গ্রুপের জন্য দামের এ সমন্বয় গুরুত্বপূর্ণ হবে। কেননা এর কারণে সর্বাধুনিক চিপ র্যাপটর লেক ও মাদারবোর্ড কেনার জন্য ভোক্তারা যে ব্যয় নির্ধারণ করেছিল তার চেয়ে বেশি অর্থ ব্যয় করতে হবে বলে আশা প্রকাশ করছে প্রতিষ্ঠানটি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও