কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

রাজশাহীতে ফ্রিল্যান্সার ফয়সালের কোম্পানি, কাজ করছেন শতাধিক তরুণ

প্রথম আলো বাগাতিপাড়া প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২২, ০৮:০৬

প্রায় এক দশক আগের কথা। নাটোরের বাগাতিপাড়া উপজেলার একটি গ্রামে থাকেন ফয়সাল আহমেদ। বাগাতিপাড়ার জামনগর ইউনিয়ন বাজারে একদিন ওষুধ কিনতে যান ফয়সাল। ওষুধের দোকানে থাকা পত্রিকার পাতায় নিচের দিকে ছোট একটা বিজ্ঞাপন দেখতে পান তিনি। বিজ্ঞাপনটি ছিল এ রকম, ‘অনলাইনে কাজ শেখানো হয়, কাজ শিখে ঘরে বসে আয় করুন।’ সেই থেকে আগ্রহ, চেষ্টা আর এগিয়ে চলা।


ফয়সাল অনলাইনে ফ্রিল্যান্সিংয়ের কাজ শিখেছিলেন, ফ্রিল্যান্সার হিসেবে নিজে কাজ শুরু করেন। এখন তিনি একজন সফল ফ্রিল্যান্সার। মুক্ত পেশাজীবী হিসেবে প্রথমে নিজেই নাটোরে বসে একা বিদেশের কাজ করেন। কাজ বাড়তে থাকলে সঙ্গে কয়েকজন বন্ধুকে নিয়ে দল বানান। এখন আউটসোর্সিংয়ের নানা কাজ করতে প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। ৮ সেপ্টেম্বর মুঠোফোনে কথা হয় ফয়সাল আহমেদের সঙ্গে। কাছের মানুষের কাছে তিনি শশী নামে পরিচিত। তিনি জানান, এখন প্রতি মাসে তাঁর প্রতিষ্ঠানের কর্মীদের বেতনই দিতে হয় ৩৫ লাখ টাকার মতো।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও