কোভিড: দৈনিক শনাক্তের হার ফের ১০% ছাড়াল
দেশে টানা দ্বিতীয় দিনের মত চারশর বেশি কোভিড রোগী শনাক্ত হয়েছে; নমুনা পরীক্ষার বিপরীতে দৈনিক শনাক্তের হার পেরিয়ে গেছে ১০ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪ হাজার ১২২টি নমুনা পরীক্ষা করে ৪৩৫ জন নতুন রোগী শনাক্ত হয়েছে, মৃত্যু হয়েছে একজনের।
তাতে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ১০ দশমিক ৫৫ শতাংশ। আগের দিন এই হার ৯ দশমিক ২৩ শতাংশ ছিল।
এর আগে সবশেষ গত ২৩ জুলাই শনাক্তের হার ছিল ১০ দশমিক ১০ শতাংশ। সেদিন ৪ হাজার ৪১৫টি নমুনা পরীক্ষা করে ৪৪৬ জন রোগী শনাক্ত হয়েছিল।
পরদিন ২৪ জুলাই তা ৭ দশমিক ০৪ শতাংশে নেমে আসে। এরপর থেকে শনাক্তের হার ১০ শতাংশের নিচেই ছিল।
দেড় মাস পর সোমবার শনাক্ত রোগীর সংখ্যা আবার চারশ ছাড়ায়; মোট ৪২১ জনের শরীরে সংক্রমণ ধরা পড়ে। সে হিসেবে এক দিনে দেশে শনাক্ত রোগীর সংখ্যা ও হার- দুটোই বেড়েছে।
নতুন রোগীদের নিয়ে দেশে শনাক্ত মোট কোভিড রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ১৫ হাজার ৭৪৩ জন হয়েছে। তাদের মধ্যে মোট ২৯ হাজার ৩৩৫ জনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় ২৩০ জন কোভিড রোগীর সেরে ওঠার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ৫৯ হাজার ২৬৭ জন।