সূচক মিশ্র, বাড়লো লেনদেন

জাগো নিউজ ২৪ ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২২, ১৬:১৮

টানা দুই কার্যদিবস কমার পর সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক বেড়েছে। তবে কমেছে অপর দুই মূল্যসূচক। সূচকের এমন মিশ্র প্রবণতার দিনে ডিএসইতে বেড়েছে লেনদেনের পরিমাণ।


ডিএসইর পাশাপাশি অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সার্বিক মূল্যসূচক বেড়েছে। তবে কমেছে বাছাই করা কোম্পানি নিয়ে গঠিত সিএসই-৩০ সূচক। সূচকের মিশ্র প্রবণতার মধ্যে এ বাজারটিতেও লেনদেন বেড়েছে।


প্রধান মূল্যসূচক বাড়ার পাশাপাশি দুই বাজারে বেশি সংখ্যাক প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। তবে ভালো হিসেবে বাছাই করা বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার দাম কমেছে। এ কারণে কমেছে বাছাই করা মূল্যসূচক।


এর আগে গত সপ্তাহসহ টানা চার সপ্তাহ ঊর্ধ্বমুখী থাকে শেয়ারবাজার। চার সপ্তাহের টানা উত্থানে ডিএসইর প্রধান মূল্যসূচক বাড়ে ৪১১ পয়েন্ট। আর বাজার মূলধন বাড়ে ১৯ হাজার ৩৯৮ কোটি টাকা। তবে চলতি সপ্তাহের প্রথম দুই কার্যদিবস কমে মূল্যসূচক। একই সঙ্গে কমে লেনদেনের পরিমাণ।


এ পরিস্থিতিতে মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) লেনদেনের প্রথমদিকে অধিকাংশ প্রতিষ্ঠান দাম বাড়ার তালিকায় নাম লেখায়। ফলে লেনদেনের প্রথম সাড়ে তিন ঘণ্টা সবকটি সূচক ঊর্ধ্বমুখী থাকে। ডিএসইর প্রধান মূল্যসূচক লেনদেনের প্রথম ১০ মিনিটে বাড়ে ৩৭ পয়েন্ট। আর লেনদেনের তিন ঘণ্টার মাথায় ডিএসইর প্রধান মূল্যসূচক বাড়ে ৩৯ পয়েন্ট।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও