মুখ বাঁকা রোগের ফিজিওথেরাপি চিকিৎসা
দেশ রূপান্তর
প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২২, ১১:১৯
আমাদের ৭ নম্বর ক্রেনিয়াল নার্ভটিকে ফেসিয়াল নার্ভ বলে। যখন এটি আংশিক বা সম্পূর্ণ প্যারালাইজড হয়ে যায় তখন তাকে ফেসিয়াল প্যারালাইসিস বা পালসি বলা হয়। যেকোনো বয়সের নারী ও পুরুষ উভয়েরই হতে পারে। তবে পুরুষের তুলনায় নারীদের এ রোগে বেশি আক্রান্ত হতে দেখা যায়।
কেন হয় : বেলস পালসি বিভিন্ন কারণে হতে পারে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো
ভাইরাল ইনফেকশন মধ্যকর্ণে ইনফেকশন ঠা-াজনিত কারণ আঘাত পাওয়ার ফলে মস্তিষ্কের স্ট্রোকজনিত কারণ ফেসিয়াল টিউমার কানের অপারেশন-পরবর্তী ফেসিয়াল নার্ভ ইনজুরি ইত্যাদি।
- ট্যাগ:
- স্বাস্থ্য
- ফেসিয়াল
- ফিজিওথেরাপি