কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বিজেপির ‘নবান্ন অভিযান’ আজ, মেলেনি পুলিশি অনুমোদন

কালের কণ্ঠ ভারত প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২২, ০৮:৫৫

ভারতীয় জনতা পার্টির (বিজেপি) ‘নবান্ন অভিযান’ কর্মসূচি রয়েছে মঙ্গলবার। কিন্তু সেজন্য পুলিশি অনুমতি মেলেনি। অনুমতি চাওয়া হলেও ভারতের পশ্চিমবঙ্গের হাওড়া কমিশনারেট তা দেয়নি। বিজেপি বলছে, রবিবারই রাজ্য নেতৃত্বকে অনুমোদন না দেওয়ার কথা জানিয়ে দিয়েছে পুলিশ।


তবে অনুমতি না পেলেও ঘোষিত কর্মসূচি যে হচ্ছেই, তা জানিয়ে দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন, আমরা খুব একটা আশাও করিনি যে অনুমতি পাওয়া যাবে। তৃণমূল সরকার আমাদের পথসভা করতেও বাধা দেয়! সেটা জেলা বা ব্লকেও। সেখানে নবান্ন অভিযানে বাধা দেবে এটা আর নতুন কথা কী?  তিনি আরো বলেন, যে কারণে আমরা এই কর্মসূচি নিয়েছি, তা পুরো রাজ্যের মানুষের দাবি। আমাদের কর্মীরা পুলিশের বাধা সত্ত্বেও অভিযানের জন্য তৈরি। সুকান্ত রাজ্য সভাপতি হওয়ার এক বছর পূর্ণ হতে চলেছে আগামী ২০ সেপ্টেম্বর। এই এক বছরে প্রথমবার বড় মাপের কর্মসূচি নিয়েছে বিজেপি। তা সফল করতে দল সর্বশক্তি দিয়ে পথে নামতে চাইছে মঙ্গলবার। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও