হাইকোর্টে বিএনপির ৯৫ নেতাকর্মীর আগাম জামিন

জাগো নিউজ ২৪ হাইকোর্ট প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২২, ১০:০৮

পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় চট্টগ্রাম ও সিরাজগঞ্জ জেলা বিএনপির নেতাসহ আগাম জামিন পেয়েছেন ৯৫ জন। তাদের ছয় সপ্তাহের জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট।


রোববার (১১ সেপ্টেম্বর) হাইকোর্টের বিচারপতি মো. রেজাউল হাসান ও বিচারপতি মো. আতাবুল্লাহর হাইকোর্ট বেঞ্চ তাদের ছয় সপ্তাহের জামিন মঞ্জুর করেন।


জামিন আবেদনে বিএনপি নেতাকর্মীদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।


চট্টগ্রাম ও সিরাজগঞ্জ জেলা বিএনপির নেতাকর্মীদের আইনজীবী ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল জাগো নিউজকে বলেন, পুলিশের দায়ের করা মামলায় বিএনপির চট্টগ্রামের ৪৭ ও সিরাজগঞ্জের ৪৮ নেতাকর্মীর আগাম জামিনের জন্য হাইকোর্টে আবেদন করেন।


জামিন শুনানি শেষে বিচারক ছয় সপ্তাহের জামিন মঞ্জুর করেন।


এর আগে গত ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শেষে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপে সাত পুলিশ সদস্য ও বিএনপির ২০ নেতাকর্মী আহত হন। সংঘর্ষের ঘটনায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুকে প্রধান আসামি করে বিএনপির ১১০ নেতাকর্মীর নামে মামলা করে পুলিশ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও