কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যাকাণ্ড: ২৯ আসামির বিচার শুরু

www.ajkerpatrika.com প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২২, ১৯:১৪

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গাদের শীর্ষ নেতা মুহিবুল্লাহ হত্যা মামলায় আদালতে অভিযোগ গঠন করা হয়েছে। আজ রোববার দুপুরে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাইলের আদালতে এই মামলার ২৯ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। 



কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি ফরিদুল আলম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘রোববার দুপুরে মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নেতা মুহিব্বুল্লাহ হত্যা মামলার নির্ধারিত তারিখ ধার্য ছিল। চাঞ্চল্যকর এই হত্যা মামলায় পুলিশের দেওয়া অভিযোগপত্র নিয়ে আদালত শুনানি করেন। শুনানি শেষে আদালত এই মামলায় ২৯ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।’ 


কৌঁসুলি ফরিদুল আলম জানান, অভিযোগ গঠনের মধ্য দিয়ে আলোচিত এই হত্যা মামলার বিচারিক কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হলো। এ সময় এই মামলার ২৯ আসামির মধ্যে ১৫ জন আদালতে হাজির ছিলেন। বাকি ১৪ জন পলাতক। মামলায় ৩৮ জনকে সাক্ষী করা হয়েছে। মামলার বিচারিক কার্যক্রমের পরবর্তী তারিখে সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ শুরু করা হবে। 


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও