ফিঞ্চের বিদায়ি ম্যাচে স্মিথের শতক
ব্যাট হাতে সময়টা ভালো যাচ্ছিল না অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক অ্যারন ফিঞ্চের। তাই ওয়ানডে ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দেন এই মারকুটে ওপেনার। নিউজিল্যান্ডের বিপক্ষে আজকের ম্যাচটিই ফিঞ্চের শেষ ওয়ানডে। ক্যারিয়ারের শেষ ওয়ানডেতে মাত্র ৫ রান করেই টিম সাউদির বলে বোল্ড হয়েছেন ফিঞ্চ।
২০১৩ সালে ওয়ানডেতে অভিষেক হয় ফিঞ্চের। ২০১৫ সালে অস্ট্রেলিয়ার হয়ে ওয়ানডে বিশ্বকাপ জেতা ফিঞ্চ এই ফরম্যাটে এখন পর্যন্ত ১৭ সেঞ্চুরি ও ৩০ ফিফটি হাঁকিয়েছেন। এই সংস্করণে ৩৮.৮৯ গড়ে ৫৪০৬ রান করেছেন তিনি। বিদায়ী ম্যাচে ফিঞ্চের ব্যাট না হাসলেও অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং সংগ্রহ এনে দিয়েছেন স্টিভেন স্মিথ, মার্নাস লাবুশানে ও অ্যালেক্স ক্যারি। স্মিথের ১০৫, লাবুশানের ৫২ ও ক্যারির ৪২ রানের কল্যাণে ৫০ ওভারে ৫ উইকেটে ২৬৭ রান সংগ্রহ করে অজিরা। কিউইদের পক্ষে ট্রেন্ট বোল্ট দুটি উইকেট নেন। এছাড়া টিম সাউদি, লোকি ফার্গুসন ও মিচেল স্যান্টনার একটি করে উইকেট নেন। ২৬৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা নিউজিল্যান্ডের স্কোর এখন ৪৪ ওভারে ৬ উইকেটে ২১৫ রান। গ্লেন ফিলিপস ৪২ ও মিচেল স্যান্টনার ২৬ রানে ব্যাট করছেন। শেষ ৬ ওভারে কিউইদের দরকার ৫৩ রান।