কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ভারতও এখন আর তাদের ওপর খুশি নয়: মির্জা ফখরুল

প্রথম আলো বিএনপির কেন্দ্রীয় কার্যালয় প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২২, ২১:০৩

প্রধানমন্ত্রীর ভারত সফরে বাংলাদেশের অপ্রাপ্তির বিষয়গুলো উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তিস্তার পানিবণ্টন, অভিন্ন নদীগুলোর পানির হিস্যা, সীমান্ত হত্যা বন্ধ, বাণিজ্যের ব্যবধান কমানো—এ সুযোগ-সুবিধাগুলো নিয়ে আসতে পারেনি সরকার। ভারতও এখন আর তাদের ওপর খুশি নয়। খুশি নয় বলেই ‘নৃত্য-নৃত্যে’ ভরপুর একটা সফর দিয়েছে।


আজ শনিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক প্রতিবাদ সমাবেশে মির্জা ফখরুল ইসলাম এ কথাগুলো বলেন।


মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘প্রধানমন্ত্রী ভারত সফরে গেছেন, মানুষ ভাবল হয়তোবা এবার আমাদের তিস্তার পানি বণ্টন হবে। অভিন্ন নদীগুলোর পানি আমরা পাব। তারা ভাবল সীমান্ত হত্যা বন্ধ হবে, বাণিজ্যের ব্যবধানগুলো কমে আসবে; আরও সুযোগ-সুবিধা নিয়ে আসতে পারবে। এবং তারাও সে আশাই করে গিয়েছিল যে ভারত তাদের সেগুলো দিয়ে দেবে। কিন্তু ভারতও এখন আর তাদের (সরকার) ওপর খুশি নয়। খুশি নয় বলেই নৃত্য–নৃত্যে ভরপুর একটা সফর দিয়েছে। সফরটা খুব নৃত্য-নৃত্যে ভরপুর ছিল।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও