ব্যবসা শুরুর ক্ষেত্রে ঘুস দেওয়া ‘স্বাভাবিক প্রথা’ হয়ে গেছে

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২২, ১৮:১১

দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্পখাতের (এসএমই) উদ্যোক্তারা বলেছেন, বাংলাদেশে দুর্নীতি একটি অপ্রিয় চরম সত্যে রূপান্তরিত হয়েছে, যা সমাজ থেকে সহজে নির্মূল করা সম্ভব নয়। দুর্নীতির কারণে সমাজের প্রশাসনিক এবং সরকারি গোষ্ঠী লাভবান হলেও এসএমই উদ্যোক্তারা বর্তমানে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। উদ্যোক্তাদের নতুন ব্যবসা শুরু থেকে তা পরে পরিচালনা করার ক্ষেত্রে দুর্নীতির আশ্রয় নেওয়া এবং ঘুস দেওয়া একটি স্বাভাবিক প্রথায় পরিণত হয়েছে। শনিবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত এক আঞ্চলিক আলোচনা সভায় এসব কথা বলেন উদ্যোক্তারা।


ব্যবসার ক্ষেত্রে উদ্যোক্তাদের প্রতিনিয়ত সম্মুখীন হওয়া দুর্নীতির অভিজ্ঞতা এবং এ দুর্নীতি প্রতিরোধে একটি সমন্বিত প্ল্যাটফর্ম তৈরির প্রয়োজন নিয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান সেন্টার ফর ইন্টারন্যাশনাল প্রাইভেট এন্টারপ্রাইজের (সিআইপিই) সহায়তায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে ঢাকা বিভাগের বিভিন্ন পর্যায়ের এসএমই খাতের প্রতিনিধিরা অংশ নেন। আলোচনায় অংশগ্রহণকারী উদ্যোক্তা এবং এসএমই খাতের প্রতিনিধিরা তাদের ব্যবসা চালানোর ক্ষেত্রে ব্যক্তিগতভাবে সম্মুখীন হওয়া দুর্নীতির নানা অভিজ্ঞতা তুলে ধরেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও