You have reached your daily news limit

Please log in to continue


পাবনায় আ.লীগ নেতাকে গুলি করে হত্যা

পাবনা সদর উপজেলায় সায়দার রহমান (৫০) নামে এক আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে জেলা সদরের হিমাইতপুর ইউনিয়নের চর বাঙ্গাবাড়িয়া গ্রামের মসজিদের পাশে এ ঘটনা ঘটে। 

সায়দার রহমান পাবনা পৌর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য। তার বাড়ি একই ইউনিয়নের কাবলীপাড়া গ্রামে। তিনি সোলার প্যানেলের ব্যবসা করতেন।


স্থানীয়দের বরাত দিয়ে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (এসপি) মাসুদ আলম জানান, জুমার নামাজের কিছুক্ষণ আগে মসজিদের বাইরে অবস্থান করছিলেন সায়দার রহমান। এ সময় কে বা কারা তাকে গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।


পুলিশ সুপার আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পুরো বিষয় জানার চেষ্টা করছে। সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য লাশ পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে। পূর্ব বিরোধের জেরে এ ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন