কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ব্রিটিশ সিংহাসনের উত্তরাধিকার: কার পরে কে

প্রথম আলো যুক্তরাজ্য / ইংল্যান্ড প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০২২, ১৬:৫৬

রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর তাঁর বড় ছেলে ৭৩ বছর বয়সী তৃতীয় চার্লস স্বয়ংক্রিয়ভাবে ব্রিটিশ সিংহাসনে আরোহণ করেছেন।


রানি দ্বিতীয় এলিজাবেথ ৯৬ বছর বয়সে গতকাল বৃহস্পতিবার মারা যান। তাঁর জন্ম ১৯২৬ সালে। ১৯৫২ সালে বাবা রাজা জর্জের মৃত্যুর পর দ্বিতীয় এলিজাবেথ উত্তরাধিকারী হিসেবে ব্রিটিশ সিংহাসনে বসেন।


দ্বিতীয় এলিজাবেথ টানা সাত দশক ব্রিটিশ সিংহাসনে আসীন ছিলেন। গত জুনে তিনি তাঁর সিংহাসনে আরোহণের ৭০ বছর পূর্তি উদ্‌যাপন করেন। ব্রিটিশ রাজতন্ত্রের ইতিহাসে রানি দ্বিতীয় এলিজাবেথ সবচেয়ে বেশি সময় সিংহাসনে অধিষ্ঠিত ছিলেন।


রানি দ্বিতীয় এলিজাবেথের স্বামীর নাম প্রিন্স ফিলিপ। তিনি গত বছর ৯৯ বছর বয়সে মারা যান। তাঁদের চার সন্তান—তৃতীয় চার্লস, প্রিন্সেস অ্যানি, প্রিন্স অ্যান্ড্রু ও প্রিন্স এডওয়ার্ড।


রানি দ্বিতীয় এলিজাবেথের ৮ জন নাতি-নাতনি আছে। আর আছে ১২ জন প্রপৌত্র–পৌত্রী।


তৃতীয় চার্লস রাজা হওয়ার পর এখন ব্রিটিশ সিংহাসনের উত্তরাধিকারের ক্রমতালিকাটি ঠিক কেমন দাঁড়িয়েছে, তা আজ শুক্রবার এক সচিত্র প্রতিবেদনে জানিয়েছে বিবিসি অনলাইন।


ক্রমতালিকায় থাকা ২৩ উত্তরাধিকারের নাম পাঠকদের জন্য তুলে ধরা হলো।


তৃতীয় চার্লস রাজা হওয়ার পর এখন ব্রিটিশ সিংহাসনের উত্তরাধিকারীদের ক্রমতালিকার এক নম্বরে রয়েছেন প্রিন্স উইলিয়াম। তিনি রাজা চার্লসের বড় ছেলে। তাঁর জন্ম ১৯৮২ সালে। মা প্রিন্সেস ডায়ানা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও