শেভিং ভালো নাকি ওয়্যাক্সিং?
বাংলা ট্রিবিউন
প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০২২, ১৬:১৭
জেনে নিন ওয়্যাক্সিং বেছে নেওয়ার কিছু কারণ সম্পর্কে-
মধু, চিনি ও লেবুর সাহায্যে ওয়্যাক্সিং করা হয়। এসব উপকরণ ত্বকের জন্য খুবই উপকারী।
ওয়্যাক্সিং প্রায় সপ্তাহখানেক আপনার ত্বক কোমল রাখবে। কিন্তু শেভ করলে দুই দিন পরই নতুন লোম জেগে উঠবে ত্বকে। ব্যস্ততার মাঝে নিয়মিত শেভিংয়ের সময় বের করাও বেশ কষ্টকর।
ওয়্যাক্সিং যেমন তাড়াতাড়ি হয়, তেমনি ত্বক কেটে যাওয়ার ভয় থাকে না।
শেভ করলে কেবল ত্বকের উপরিভাগ থেকে দূর হয় লোম। কিন্তু ওয়্যাক্সিংয়ের ফলে লোম দূর হয় ভেতর থেকে। এতে ত্বকে জমে থাকা ময়লা ও মরা কোষও দূর করা সম্ভব হয়।
নিয়মিত ওয়্যাক্স করলে অবাঞ্ছিত লোমের বৃদ্ধি ধীরে ধীরে কমে আসে।
- ট্যাগ:
- লাইফ
- ওয়াক্সিং
- শেভিং
- শেভিং টিপস