You have reached your daily news limit

Please log in to continue


বিশ্বকাপে আবারও বাবর-ফখরদের পরামর্শক হেইডেন

গত টি-টুয়েন্টি বিশ্বকাপের আগে মিসবাহ-ওয়াকার হুট করে কোচিং ছাড়লে শঙ্কায় পড়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড। আপদকালীন সময়ে ম্যাথু হেইডেন ও ভারনন ফিনল্যান্ডারকে দায়িত্ব দেয় পিসিবি।

বৈশ্বিক আসরে হেইডেনে মুগ্ধ হয়ে অস্ট্রেলিয়ার সাবেককে আবারও বাবর-ফখরদের পরামর্শক করে আনছে পাকিস্তান। চ্যানেল আই’র সর্বশেষ খবর ও বিনোদন গুগল নিউজ চ্যানেলে অস্ট্রেলিয়ায় হবে এবারের টি-টুয়েন্টি বিশ্বকাপ, সেজন্য অজি কিংবদন্তিকে ফেরানোর খবর শুক্রবার বিবৃতিতে জানিয়েছে পিসিবি। ১৫ অক্টোবর ব্রিসবেনে বাবর আজমদের সঙ্গে যুক্ত হবেন হেইডেন।

কতদিন তিনি বোর্ডটির সঙ্গে থাকবেন সে তথ্য জানায়নি পিসিবি। ম্যাথু হেইডেনের ফেরাকে স্বাগত জানিয়েছেন পিসিবি চেয়ারম্যান রমিজ রাজা। অজি তারকাকে তিনি প্রমাণিত পারফর্মার বলে প্রশংসায় ভাসিয়েছেন। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন