![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2022-06%252F58061fae-e8a4-411b-b0df-9b746c589cf6%252FMicrosoft_Releases_a_Windows_Update_to_Fix_Reuters.png%3Frect%3D0%252C0%252C949%252C534%26auto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26w%3D900%26dpr%3D1.0)
ডস কিন্তু মাইক্রোসফটের তৈরি নয়
প্রথম আলো
প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০২২, ০৯:২৩
বিশ্বের এক নম্বর সফটওয়্যার নির্মাতা মাইক্রোসফট করপোরেশন। কিন্তু তাদের প্রথম অপারেটিং সিস্টেমটিই তারা তৈরি করেনি। মাইক্রোসফটের এমন কিছু অজানা তথ্য জানা যাক।
* শীর্ষ সফটওয়্যার নির্মাতা মাইক্রোসফট করপোরেশন পারসোনাল কম্পিউটার চালানোর জন্য প্রথম অপারেটিং সিস্টেম এমএস ডস (ডিস্ক অপারেটিং সিস্টেম) বাজারে আনে। এ তথ্য সবারই জানা। কিন্তু অজানা হলো, মাইক্রোসফট ডস তৈরিই করেনি। সেই সময়ে যুক্তরাষ্ট্রের সিয়াটল কম্পিউটার প্রোডাক্টসের তৈরি ৮৬-ডস প্রোগ্রামের লাইসেন্স কিনে নিয়েছিল মাইক্রোসফট। তারা এটি নিয়ে কাজ করে এবং নতুন নামকরণ করে।
* মাইক্রোসফট নিয়মিতই আইনি লড়াইয়ে জড়িয়ে যায়। একচেটিয়া বাজার দখল, বেআইনিভাবে প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানগুলোকে বাজারে বাড়তে না দেওয়া—বেশির ভাগ মামলার বিষয় এসবই।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১ বছর আগে