৫ মিনিটে ‘স্ত্রীকে হ্যাক’!
আপনি বিদেশে। দেশে আপনার স্ত্রী কী করছেন, কার সঙ্গে কথা বলছেন— জানতে চান? মাত্র এক হাজার টাকায় পাঁচ মিনিটে স্ত্রীর ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করুন। দেখে নিন কী করছেন তিনি।’ বাংলাদেশের অনেক ফেসবুক গ্রুপে এমন বিজ্ঞাপন চোখে পড়ে। বিশেষ করে যেসব গ্রুপে প্রবাসী বাংলাদেশিদের সংখ্যা বেশি। সত্যি কি স্ত্রীর ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করা সম্ভব? এটা জানতে অনুসন্ধানে নামে ঢাকা পোস্ট।
অনুসন্ধানে দেখা যায়, প্রবাসীদের বড় বড় কয়েকটি ফেসবুক গ্রুপ টার্গেট করেন হ্যাকাররা। সেসব গ্রুপের সদস্য সংখ্যা দুই থেকে নয় লাখ পর্যন্ত। গ্রুপগুলোর মধ্যে ‘প্রবাসী জীবন/PROBASHI JIBON’, ‘সিঙ্গাপুরে আমরা প্রবাসী বাংলাদেশী’, ‘আমরা সৌদি আরব প্রবাসী বাংলাদেশী ☑’, ‘বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ’, ‘মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশী- Malaysia Probashi Bangladeshi’, ‘বিশ্ব প্রবাসী কল্যাণ পরিষদ’ উল্লেখযোগ্য। এমন প্রায় ৫০টি গ্রুপ রয়েছে সেখানে।
জানা যায়, ‘হ্যাকার বিডি’ ও ‘হ্যাকিং গ্রুপ বিডি’নামের দুটি হ্যাকার গ্রুপ ফেসবুক, ম্যাসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ও ইমো আইডি হ্যাক করার মতো পোস্ট দিচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
প্রবাসীদের বড় বড় কয়েকটি ফেসবুক গ্রুপ টার্গেট করেন হ্যাকাররা। সেসব গ্রুপের সদস্য সংখ্যা দুই থেকে নয় লাখ পর্যন্ত। গ্রুপগুলোর মধ্যে ‘প্রবাসী জীবন/PROBASHI JIBON’, ‘সিঙ্গাপুরে আমরা প্রবাসী বাংলাদেশী’, ‘আমরা সৌদি আরব প্রবাসী বাংলাদেশী ☑’, ‘বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ’, ‘মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশী- Malaysia Probashi Bangladeshi’, ‘বিশ্ব প্রবাসী কল্যাণ পরিষদ’ উল্লেখযোগ্য। এমন প্রায় ৫০টি গ্রুপ রয়েছে
মূলত এসব হ্যাকার গ্রুপের প্রধান টার্গেট বিবাহিত প্রবাসীরা। দেশে স্ত্রী রেখে তারা বছরে পর বছর প্রবাসে জীবন কাটাচ্ছেন। সন্দেহ ও প্রতিশোধপরায়ণতাসহ বিভিন্ন কারণে প্রিয় মানুষদের ফেসবুক অথবা ইমো আইডি হ্যাক করাতে এসব গ্রুপের শরণাপন্ন হচ্ছেন প্রবাসীরা। এ সুযোগে প্রবাসীদের বোকা বানিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছেন প্রতারক সাইবার অপরাধীরা।