পাকিস্তানের বিপক্ষে হেরে কান্নায় ভেঙে পড়েন আফগানরা
পাকিস্তানের বিপক্ষে ১২৯ রানের মামুলি স্কোর গড়েও বোলিংয়ে দুর্দান্ত ফাইট করে আফগানিস্তান।
নিশ্চিত হারা ম্যাচে বোলিং এবং ফিল্ডিংয়ে উজার করে দিয়ে ম্যাচ জয়ের জোর সম্ভাবনা তৈরি করেন আফগানরা; কিন্তু ভাগ্য সহায় না থাকলে যা হয়, তাই হয়েছে।
শেষ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ১১ রান। হাতে ছিল মাত্র এক উইকেট। ছিল না কোনো স্বীকৃত ব্যাটসম্যান। ব্যাটিংয়ে ছিলেন দুই পেসার নাসিম শাহ ও মোহাম্মদ হাসনাইন।
আগের তিন ওভারে মাত্র ১৯ রানে ৩ উইকেট শিকার করে দলের সেরা বোলারের তালিকায়ই ছিলেন ফজলহক ফারুকি। এই মিডিয়াম পেসারের ওপরই আস্থা রাখেন আফগান অধিনায়ক মোহাম্মদ নবি।
শেষ ওভারে ব্যাটিংয়ের আগেই নিজের ব্যাট বদল করে হাসনাইনের ব্যাট ধার নিয়ে ফজলহকের করা শেষ ওভারের প্রথম দুই বলে লংঅফের উপর দিয়ে পরপর ছক্কা হাঁকিয়ে পাকিস্তানের জয় নিশ্চিত করেন পেসার নাসিম শাহ। তার এমন অবিশ্বাস্য পারফরম্যান্সের সুবাদে পাকিস্তান চলে যায় এশিয়া কাপের ফাইনালে।
শ্বাসরুদ্ধকর ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের পরও জয় নিশ্চিত করতে না পারার হতাশায় ভেঙে পড়েন আফগানিস্তানের ক্রিকেটাররা। মাঠেই কান্নায় ভেঙে পড়েন তারা।