ভুট্টার স্বাদে নতুন ধরনের ফুচকা

প্রথম আলো প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর ২০২২, ১৪:২০

ফুচকার ভেতর ভুট্টা দিয়েও খেতে পারেন। রেসিপি দিয়েছেন সেলিনা আক্তার


ভুট্টার ফুচকা

লেবুপানি তৈরির উপকরণ: ১টি লেবুর রস, লবণ আধা চা-চামচ, বিট লবণ আধা চা-চামচ, শুকনা লঙ্কার গুঁড়া আধা চা-চামচ, চাট মসলা সিকি চা-চামচ, ধনেগুঁড়া সিকি চা-চামচ।


প্রণালি: সব একসঙ্গে মিলিয়ে নিলেই তৈরি হয়ে যাবে লেবুপানি।


উপকরণ: ভাপানো মিষ্টি স্বাদের ভুট্টা ১ কাপ, টমেটোকুচি, পেঁয়াজকুচি, পেঁয়াজপাতাকুচি ও ধনেপাতাকুচি স্বাদমতো, গোলমরিচগুঁড়া সামান্য, জিরাগুঁড়া আধা চা-চামচ, টালা মরিচ গুঁড়া আধা চা-চামচ, চাট মসলা পরিমাণমতো, বিট লবণ পরিমাণমতো, কাঁচামরিচকুচি স্বাদমতো, ধনেপাতাকুচি স্বাদমতো, চুরমুর।


প্রণালি: একটি পাত্রে ভুট্টা নিয়ে তার সঙ্গে চুরমুর বাদে সব উপকরণ ভালো করে মেখে নিন। তৈরি করা ভুট্টার সালসা ফুচকার ভেতর ভরে দিন। ওপরে চুরমুর ছড়িয়ে দিন। লেবুপানি দিয়ে পরিবেশন করুন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও