ছক্কায় ম্যাচ জয়, মিয়াঁদাদের কথা মনে করিয়ে দিলেন নাসিম
১৯৮৬ সাল! শারজা ক্রিকেট স্টেডিয়ামে অস্ট্রাল এশিয়া কাপ ফাইনালে মুখোমুখি ভারত ও পাকিস্তান। শেষ বলে জয়ের জন্য পাকিস্তানের প্রয়োজন ছিল ৪ রান। ভারতের বোলার চেতন শর্মা ইয়র্কার করতে গিয়ে নো বল দিয়ে বসেন। পরের বলে জাভেদ লং অনে ছয় হাঁকিয়ে পাকিস্তানকে জয় এনে দেন কিংবদন্তি জাবেদ মিয়াঁদাদ।
১ উইকেটের জয়ে চ্যাম্পিয়ন পাকিস্তান মেতে ওঠে বুনো উল্লাসে। গতকালের পাকিস্তান-আফগানিস্তানের ম্যাচের কল্যাণে ৩৬ বছর পর আলোচনায় এসেছে সেই ম্যাচটি।
কাল শেষ ওভারে পাকিস্তানের জয়ের জন্য দরকার ছিল ১১ রানের, হাতে মাত্র একটি উইকেট। ফজলহক ফারুকির করা শেষ ওভারের প্রথম দুই বলে ২ ছক্কা মেরে পাকিস্তানকে জয় এনে দেন নাসিম শাহ।
ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রবি শাস্ত্রীর সঙ্গে আলাপকালে পাক দলপতি বাবর আজম বলেন, ‘ড্রেসিংরুমে খুব চাপের মধ্যে ছিলাম আমরা। আমার মন বলছিল এটা ক্রিকেট, নাসিমকে এভাবে ব্যাট করতে দেখেছি। কিছুটা বিশ্বাস ছিল। ওর ছক্কা দেখে শারজায় জাভেদ মিয়াঁদাদের সেই বিখ্যাত ছক্কাটার কথা মনে পড়ছে। ’ তখন শাস্ত্রী বলেন, ‘আমি ছিলাম ওই দিন। ধন্যবাদ মনে করিয়ে দেওয়ার জন্য। ’