পুরোনো দুই বাইকের আপডেট আনলো কাওয়াসাকি

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০৭ সেপ্টেম্বর ২০২২, ১৭:১০

জাপানি বাইক কোম্পানি হোন্ডা, সুজুকি ও ইয়ামাহার পরে কাওয়াসাকি এখন রয়েছে জনপ্রিয়তার শীর্ষে। এর নতুন নতুন ফিচার বাইকপ্রেমীদের তৃষ্ণা মিটিয়ে যাচ্ছে। বর্তমানে সংস্থার অন্যতম জনপ্রিয় দুই বাইক কাওয়াসাকি নিনজা ৬৫০ এবং জেড৬৫০। এবার এদেরই আপডেট আনলো সংস্থাটি।


বেশ কয়েকটি পরিবর্তন আনা হয়েছে বাইক দুটিতে। কাওয়াসাকি নিনজা ৬৫০ এবং জেড৬৫০-এর সবচেয়ে বড় আপডেট হলো একটি দ্বি-স্তরের ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম (KTRC)। প্রথম স্তরটি যে কোনো রাস্তায় টায়ারের সুরক্ষা দেবে। দ্বিতীয় স্তরটি বৃষ্টিতে বা ভেজা রাস্তায় পিছলে যাওয়ার হাত থেকে রক্ষা করবে।


দুটি বাইকেই দেওয়া হয়েছে এলইডি হেডলাইট, টার্ন সিগন্যাল এবং টেল ল্যাম্প। পাশাপাশি একটি টিএফটি ইন্সট্রুমেন্ট কনসোলও দেওয়া হয়েছে। এছাড়াও আপডেট ভার্সনে স্মার্টফোনের সঙ্গে ব্লুটুথের মাধ্যমে সংযোগ করতে পারবেন বাইক দুটিকে।


তবে বাইক দুটির সবচেয়ে বড় ভিজ্যুয়াল আপডেট হলো নতুন কালার স্কিম। কাওয়াসাকি নিনজা ৬৫০ আরও দুটি নতুন রঙে পাওয়া যাবে। একটি হচ্ছে মেটালিক ম্যাট গ্রাফেনস্টিল গ্রে এবং লাইম গ্রিন। যা দেখতে অনেকটা সম্প্রতি আপডেট হওয়া কাওয়াসাকির অন্য একটি বাইক নিনজা ৪০০-এর মতো।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও