You have reached your daily news limit

Please log in to continue


বুয়েটে চান্স পেয়েও দুশ্চিন্তায় রিকশাচালকের সন্তান

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যলয়ে (বুয়েট) ভর্তির সুযোগ পেয়েছেন দরিদ্র রিকশাচালকের সন্তান মো. এনামুল হক। এতে খুশি হওয়ার কথা থাকলেও তার মুখে হাসি নেই। কারণ তার পড়াশোনার খরচ কীভাবে চলবে তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন। অর্থের অভাবে তার বুয়েটে ভর্তিও অনিশ্চিত হয়ে পড়েছে।

ছেলের ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন পূরণে প্রধানমন্ত্রী ও বিত্তবানদের সহযোগিতা কামনা করেছেন তিনি ও তার পরিবার।  অদম্য মেধাবী এনামুল হক কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নের বেলগাছি গ্রামের অটোরিকশাচালক ইসরাইল হোসেনের ছেলে। তিনি বুয়েটের ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তির সুযোগ পেয়েছেন। ছোটবেলা থেকেই তিনি লেখাপড়ায় খুব আগ্রহী ছিলেন। এবং বরাবরই ভালো রেজাল্ট করেছেন তিনি।   

এনামুল হকের ভর্তি এবং এর পরবর্তী খরচ বহন করা তার পক্ষে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।  এনামুল বলেন, অটোরিকশা চালক বাবার পক্ষে সংসার চালানোর পাশাপাশি লেখাপড়ার খরচ বহন করা কঠিন। অর্থের অভাবে আমার বড় বোনের পড়াশোনা আগেই বন্ধ হয়ে গেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন