কোন ঘরে কেমন গাছ রাখবেন
ঘরের গাছ যেমনি আপনাকে অক্সিজেনের জোগান দেবে, তেমনি এনে দেবে প্রশান্তি। তাই ঘরের কোথায় কোন গাছ রাখবেন তা জানা জরুরি। জেনে নিন কোন ঘরে কেমন গাছ রাখবেন
শোয়ার ঘর : শোয়ার ঘরের আকৃতি যদি বড় হয় তাহলে মাটির বড় টবে রাখতে পারেন ফাইকাস ইলাস্টিকা বা রাবারগাছ। পাতাবাহার বা একটু বড় আকৃতির ফার্নগাছও ভালো লাগবে। ঘরের জানালার ধারঘেঁষে জায়গা থাকলে সেখানে রাখতে পারেন ইউফরবিয়া, ক্যালাথিয়া, কোলিয়াস ব্লুমাই বা সারমেন্টোসা। ঘরের আকার ছোট হলে মাটির ছোট্ট টবে দিন ছোট ফার্নগাছ বা পাথরকুচি। এ ছাড়া বড় পাতার বাহারি গাছ যেমন কর্ডিলাইনে টার্মিনালিস, কোলিয়াস ব্লুমাই, ফোরকেরিয়ার মতো গাছ লাগান। কাচের পাত্র বা বোতলে রাখুন মানিপ্লান্ট, বাহারি ক্রোটন বা ফাইকাসজাতীয় গাছ।
বারান্দা : বারান্দায় লাগাতে পারেন গোলাপ, গাঁদা, চন্দ্রমল্লিকা, ডালিয়া, নাইটকুইন ইত্যাদি। এ ছাড়া পাতাবাহার, মানিপ্লান্ট, পাথরকুচি, অ্যালোভেরা, ক্যালাডিয়াম, কোডিয়াম ভ্যারিগেটাম, বাহারি ক্রোটন, ইরান্থেমাম, কোডিয়াম, কর্নোসা, রিয়ো বিগোনিয়া ইত্যাদি গাছও লাগাতে পারেন।