সৌন্দর্য হারাচ্ছে প্রত্নতাত্ত্বিক নিদর্শন শশীলজ

বাংলা ট্রিবিউন ময়মনসিংহ সদর প্রকাশিত: ০৭ সেপ্টেম্বর ২০২২, ০৮:০৪

কালের হাওয়ায় ময়মনসিংহের অন্যতম প্রত্নতাত্ত্বিক নিদর্শন শশীলজ এখন হারিয়েছে তার সৌন্দর্য। শ্বেতপাথরে তৈরি নারী মূর্তি অতীতের সুন্দর সময়ের প্রতীক হিসেবে দাঁড়িয়ে থাকলেও তার নিচে ভাঙনের রেখা অনেকটাই স্পষ্ট। অযত্ন আর অবহেলায় খসে পড়ছে দেয়ালের পলেস্তারা। নান্দনিক কারুকার্য করা কাঠের ফ্রেমের ভেতর রঙিন কাচের দরজায় আঁকা ফুল-পাখি-নদী, পালতোলা নৌকাসহ আবহমান বাংলার প্রকৃতির ছবিও এখন বিবর্ণ। লোপাট হয়েছে বাড়ির মেঝেতে বসানো মূল্যবান শ্বেতপাথর এবং দৃষ্টিনন্দন ঝাড়বাতির নানা অংশ। স্থানীয়দের দাবি, জেলার ঐতিহাসিক এ স্থাপনার সংস্কার করে যেন দর্শনার্থীদের অন্যতম বিনোদন কেন্দ্রে পরিণত করা হয়।


ময়মনসিংহের প্রতাপশালী জমিদার মহারাজ শশীকান্ত আচার্যের বসতবাড়ি ছিল এই শশীলজ। ২০১৩ সালে গেজেট নোটিফিকেশন হওয়ার পর ২০১৫ সালে প্রত্নতত্ত্ব অধিদফতর ময়মনসিংহ টিচার্স ট্রেনিং কলেজ (মহিলা) কর্তৃপক্ষের কাছ থেকে শশীলজের স্থাপনাসহ সব সম্পত্তি বুঝে নেয়। প্রত্নতত্ত্ব বিভাগ মূল বাড়ির দখল নিলেও ২৩ কক্ষের মধ্যে মাত্র তিনটি ব্যবহার করে তারা জাদুঘর পরিচালনা করছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও