কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

আজকের ম্যাচে দুই দলের সম্ভাব্য একাদশ

ডেইলি বাংলাদেশ প্রকাশিত: ০৬ সেপ্টেম্বর ২০২২, ১৩:৩৬

এশিয়া কাপের সুপার ফোরে হাইভোল্টেজ ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে ভারত-শ্রীলংকা। এই ম্যাচটি ভারতের জন্য বলতে গেলে বাঁচামরার লড়াই। যদিও এবারের এশিয়া কাপের সুপার ফোরের সমীকরণ খুব সহজ নয়। হারলেই এশিয়া কাপ থেকে ছিটকে যাবে ভারত।


সে শংকা মাথায় নিয়েই ভারত আজ লংকার বিপক্ষে মাঠে নামবে। কারণ এরই মধ্যে ভারত পাকিস্তানের কাছে প্রথম ম্যাচে হেরে গেছে । প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে হেরে যাওয়ায় দেয়ালে পিঠ ঠেকে গেছে রোহিত শর্মাদের।


অন্যদিকে আজকের ম্যাচে শ্রীলংকা জিতলে তাদের ফাইনাল অনেকটাই নিশ্চিত হয়ে যাবে। এমন বাঁচা মরার ম্যাচে দু’দলই তাদের সেরাটা দিতেই মাঠে নামবে। এজন্য সেরা দলকেই আজ নির্বাচন করতে যাচ্ছে ভারত-পাকিস্তান।  


পরিসংখ্যানের দিক দিয়ে এগিয়ে আছে ভারতই। দুই দল এখন পর্যন্ত ২২টি টি-২০তে মুখোমুখি হয়েছে। এর মধ্যে ভারত জয় পায় ১৪ টিতে, আর শ্রীলংকার জয় ৭ ম্যাচে। যদিও সর্বশেষ সিরিজে ভারতকে ২-১ ব্যবধানে হারিয়েছে লংকানরা।


ভিন্ন ভিন্ন দলের বিপক্ষে টি-২০র সাম্প্রতিক পরিসংখ্যানে অবশ্য কিছুটা এগিয়ে আছে ভারত। 


লংকানরা তাদের সর্বশেষ ৫ ম্যাচে জিতেছে ৩টি, অন্যদিকে ভারত ৫ ম্যাচের চারটিতেই জয় পেয়েছে।


শ্রীলংকার সম্ভাব্য একাদশ


পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), চারিথ আসালাঙ্কা, দানুশকা গুনাথিলাকা, ভানুকা রাজাপাকসে, দাসুন শানাকা (অধিনায়ক), ওয়ানিন্দু হাসারাঙ্গা, চামিকা করুনারত্নে, মাহিশ থিকশানা, আসিথা ফার্নান্ডো, দিলশান মধুশঙ্কা।


ভারতের সম্ভাব্য একাদশ


রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দিনেশ কার্তিক/রিশাভ পান্ত (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, ভুবনেশ্বর কুমার, আভেশ খান, অর্শদীপ সিং, ইয়ুজবেন্দ্র চাহাল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও