কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


টেবিল সাজানোর ৬ উপায়

কোনো একটা উপলক্ষে শুধু খাবারের আয়োজনটাই শেষ কথা নয়। পরিবেশ, টেবিলের সজ্জা সবকিছুই খাবারের আয়োজনকে অনেকখানি প্রভাবিত করে। বিভিন্ন ধরনের উপলক্ষ বা উৎসবে টেবিল সাজানো যেতে পারে ভিন্ন ভিন্ন ভাবে। তবে অবশ্যই রং ব্যবহারের বিষয়ে আমন্ত্রিত অতিথিদের কথা বিবেচনায় রাখতে হবে।


প্রকৃতি-অনুপ্রাণিত সজ্জা
উৎসবের দিনটাতে ঘরে প্রাকৃতিক একটা আবহ তৈরি করতে চাইলে আপনার টেবিল সজ্জার থিমই হতে পারে প্রকৃতি। অনেকভাবে এটি করা যায়। এর মধ্যে একটি হলো সবুজ রঙের ব্যবহার। টেবিল ম্যাট, রানার থেকে শুরু করে থালাবাটি এবং খাবারে সবুজ রং প্রাধান্য দিন। পাশাপাশি টেবিলে কিছু ইনডোর প্ল্যান্ট বা সাবজেক্টে রঙের ফুল রেখে দিলে তো সোনায় সোহাগা। 


প্রিটি ইন পিংক 
এমন ধাঁচের টেবিল সজ্জা শিশুদের জন্মদিন, বেবি শাওয়ার বা এ ধরনের উপলক্ষে করা যেতে পারে। টেবিলে কিছু পুতুল রাখলে এমন ধারার সাজের সঙ্গে তা বেশ মানিয়ে যাবে। টেবিল বরাবর গোলাপি কিছু কাগজ বা লণ্ঠন ঝুলিয়ে দিলে বেশ লাগবে দেখতে। টেবিলে সাজানো খাবারেও থাকতে পারে গোলাপি রঙের প্রাধান্য, যেমন পিংক আইসিং যুক্ত কাপকেক। 


কালো-সাদায় ক্ল্যাসিক 
টেবিল সজ্জায় সাদা-কালো রঙের প্রাধান্য কিছুটা বিরল। তবে এটি বেশ ক্লাসি একটা লুক দেবে আপনার টেবিলকে। টেবিল ম্যাট হতে পারে ডোরাকাটা ধাঁচের। সঙ্গে ন্যাপকিন, মোমবাতি, বাসন  ইত্যাদিতেও সাদা রঙের প্রাধান্য থাকতে পারে। টেবিলে সেন্টার পিস হিসেবে ধাতব কোনো শো পিস ব্যবহার করতে পারেন। শরতে সাদা রঙে সেজে উঠতে পারে আপনার টেবিল।

রংধনুর সাত রং
উদ্‌যাপনমূলক যেকোনো অনুষ্ঠানে এমন রংচঙে থিমের জুড়ি নেই। টেবিল সাজাতে তো রঙিন জিনিসপত্র ব্যবহার করবেনই। এ ছাড়াও টেবিলকে একটু বেশিই রঙিন করে তুলতে চাইলে টেবিলের পাশ দিয়ে কয়েকটি মিশ্র রঙের ঝালর ঝোলাতে পারেন। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন