কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

মুশফিকের অবসর নিয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি বিসিবি

ঢাকা পোষ্ট প্রকাশিত: ০৪ সেপ্টেম্বর ২০২২, ২১:১২

হঠাৎ করেই আজ সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে মুশফিকুর রহিমের টি-টোয়েন্টি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা। যা দেখে অনেকে হতবাক হয়েছেন, আবার কেউ জানিয়েছেন ধন্যবাদ। শুরু হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে মিশ্র প্রতিক্রিয়া। 


মুশফিক অবসর নিয়ে নিয়েছেন। এ নিয়ে বোর্ড থেকে আনুষ্ঠানিক বার্তা আসেনি এখনো। তবে ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন, মুশফিকের এই সিদ্ধান্ত এখনো গ্রহণ করেনি বিসিবি। তিনি জানিয়েছেন, ‘মুশফিকের অবসর সিদ্ধান্তের পর আমরা (বোর্ডের নীতি-নির্ধারকরা) নিজেদের ভেতর আলোচনা করে তারপর আমাদের প্রতিক্রিয়া জানাবো।’



জালাল ইউনুস বলেন, ‘আমরা এখনো এ ব্যাপারে কোন সিদ্ধান্ত নেইনি। মাত্র আজ দেখলাম, কাল আলাপ-আলোচনা করে তারপর আমরা সিদ্ধান্ত জানিয়ে দিবো।’


এর আগে বিসিবির কাছে আজ সকালে নিজের টি-টোয়েন্টি অবসর প্রসঙ্গ নিয়ে একটি মেইল দিয়েছিলেন মুশফিক। অবসর নেওয়ার কারণ দেখিয়ে মেইলে বলা হয়েছে ওয়ানডে এবং টেস্ট ফরম্যাটে আরো মনোযোগী হতেই এ সিদ্ধান্ত মুশফিকের, জানান ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। 


এ বিষয়ে তার ভাষ্য, ‘সে আমাদের মেইল করেছে, সেখানে উল্লেখ করেছে টেস্ট এবং ওয়ানডে ফরম্যাটে আরো বেশি মনোনিবেশ করতে এমন সিদ্ধান্ত তার।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও