কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বৃষ্টির জমা পানিতে পড়ে গিয়ে শিশুর মৃত্যু

প্রথম আলো কদমতলী থানা প্রকাশিত: ০৪ সেপ্টেম্বর ২০২২, ২০:৫৮

রাজধানীর কদমতলীর তুষার ধারা আবাসিক এলাকায় পানিতে ডুবে নুসরাত নামের তিন বছরের একটি শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার এ দুর্ঘটনা ঘটেছে। পরিবার জানায়, বাসার সামনে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে মারা গেছে নুসরাত।


শিশুটির বাবা পোশাক কারখানার শ্রমিক নাজমুল হোসেন বলেন, নুসরাতের মা রান্নার কাজে ব্যস্ত ছিলেন। সে সময় নুসরাত সবার অগোচরে হাঁটতে হাঁটতে গিয়ে বাসার সামনেই জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে যায়। পরে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নুসরাতকে মৃত ঘোষণা করেন।


ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, শিশুটির লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।


হাসপাতাল সূত্র জানায়, শিশু নুসরাতের বাড়ি কুমিল্লা জেলার লাকসাম উপজেলার কৃষ্ণপুর গ্রামে। তিন বোনের মধ্যে নুসরাত ছিল ছোট। তারা পরিবার নিয়ে তুষার ধারা আবাসিক এলাকার একটি ভাড়া বাসায় থাকে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও