কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বিরোধীরা ঐক্যবদ্ধ হলে ৫০ আসনও পাবে না বিজেপি: নীতীশ কুমার

www.ajkerpatrika.com প্রকাশিত: ০৪ সেপ্টেম্বর ২০২২, ১৯:৪৫

বিরোধী রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হলে ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ২০২৪ সালের লোকসভা নির্বাচনে ৫০টি আসনও জিতবে না বলে মন্তব্য করেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। 



নীতীশ কুমার বলেছেন, ‘গেরুয়া দলটি বিহারের সামাজিক ও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা চালাতে পারে। তাদের এই পরিকল্পনা নস্যাৎ করতে আমাদের পঞ্চায়েতস্তর পর্যন্ত সজাগ থাকতে হবে।’ 



ভারতীয় সংবাদমাধ্যম স্ক্রল ডট ইন জানায়, গত শনিবার বিহারের পাটনায় জনতা দল ইউনাইটেডের (জেডিইউ) কার্যনির্বাহী সভায় নীতীশ কুমার এসব কথা বলেন। 



ভারতের সংসদে সংখ্যাগরিষ্ঠতার জন্য় ২৮২টি আসনের প্রয়োজন। ২০১৯ সালের সংসদীয় নির্বাচনে বিজেপি ৩০৩টি আসনে জয় পেয়েছিল। 


সভায় ২০২০ সালের বিহারের বিধানসভা নির্বাচনে জনতা দলের কম আসন পাওয়ার পেছনে বিজেপির ষড়যন্ত্রকে দায়ী করেন নীতীশ। ওই বছরের নির্বাচনে ৪৩ আসনে জয় পেয়েছিল জেডিইউ। অথচ ২০১৫ সালের বিধানসভা নির্বাচনেই দলটি ৭১টি আসনে জয় পেয়েছিল। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও