
ট্রাম্প-জেলেনস্কি বিতণ্ডা কি পরিকল্পিত
প্রথম আলো
প্রকাশিত: ০৪ মার্চ ২০২৫, ১৩:৪২
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির গত শুক্রবারের বিতণ্ডাকে অনেক ঝানু কূটনৈতিক পর্যবেক্ষক পরিকল্পিত বলে মনে করেন। তাঁদের মতে, এটা একধরনের রাজনৈতিক ছিনতাই। জেলেনস্কিকে ব্যর্থ প্রমাণ করতে এবং তাঁকে সরিয়ে দিতে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারাই ওভাল অফিসের ওই বিতণ্ডার পরিকল্পনা করেছিলেন। পরবর্তী আলাপ-আলোচনা নির্বিঘ্নে সারতেই এটা করা হয়েছিল।
ট্রাম্প-জেলেনস্কির ওই বিতণ্ডা পরিকল্পিতভাবে করা হোক বা না হোক, তবে এতে যে মস্কো সবচেয়ে বেশি উল্লসিত হয়েছে, তা আর গোপন নেই। এখন যুক্তরাষ্ট্র-রাশিয়ার সম্পর্ক ধারণার চেয়ে দ্রুতগতিতে স্বাভাবিক হতে শুরু করবে বলে ধারণা করা হচ্ছে।