ত্বক উজ্জ্বল করার ঘরোয়া উপায়
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ০৪ সেপ্টেম্বর ২০২২, ১৬:৫১
ত্বকের উজ্জ্বলতা বাড়াতে চান সবাই। সেজন্য অনেকে দামী সব উপাদানও ব্যবহার করেন। এতে সাময়িকভাবে উজ্জ্বলতা বাড়লেও পরবর্তীতে অনেক পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে। কোনো ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই ত্বক উজ্জ্বল করতে চাইলে বেছে নিতে পারেন ঘরোয়া উপায়। চলুন জেনে নেওয়া যাক তেমনই কিছু উপায়-
অ্যালোভেরা ব্যবহার
অ্যালোভেরা ত্বকের যত্নে উপকারী। এতে আছে বিভিন্ন উপকারী উপাদান। যেমন ভিটামিন, এনজাইম, মিনারেল, সুগার, লিগনিন, স্যাপোনিন, স্যালিসাইলিক অ্যাসিড এবং অ্যামাইনো অ্যাসিড। ভিটামিন এ, সি এবং ই আছে এই অ্যালোভেরায়। এগুলো অ্যান্টি-অক্সিডেন্টের ভূমিকা পালন করে। অ্যালোভেরায় আরও আছে ভিটামিন বি ১২, ফলিক অ্যাসিড এবং কোলাইন। তাই ত্বকের যত্নে অ্যালোভেরা নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন। এতে ত্বকের উজ্জ্বলতা দ্রুত বৃদ্ধি পাবে।
বেসনের ফেসপ্যাক ব্যবহার