অবসরের ৭ বছর পরও সরকারি কোয়ার্টারে বসবাস
অবসরের ৭ বছর পরও সরকারি কোয়ার্টারে বসবাস করেছেন লক্ষ্মীপুরের রায়পুর মৎস্য প্রজনন ও প্রশিক্ষণ কেন্দ্রের অবসরপ্রাপ্ত এক কর্মচারী। একজনের নামের বরাদ্ধ করা বাসায় পরিবার নিয়ে বসবাসসহ সব সুবিধা ভোগ করছেন তিনি।
শুধু বাসাই নয়, কর্মচারী মফিজ মজুমদার মাছের ব্যবসাসহ সব কিছুতে অনিয়ম করে যাচ্ছেন তিনি। কোয়ার্টার সরকারি খাতায় শূন্য দেখানো হলেও ভাড়া না দিয়ে কোয়ার্টারে থাকছেন এ কর্মচারী।
মৎস্য প্রজনন ও প্রশিক্ষণ কেন্দ্রের কোয়ার্টার ঘুরে দেখা গেছে, কেন্দ্রে ১০টি ভবন ও ৪২টি আবাসন কক্ষ রয়েছে। মাত্র ১০ কর্মকর্তা-কর্মচারী বসবাস করেন। অন্যগুলো পরিত্যক্ত ও ঝুঁকিপূর্ণ রয়েছে।
গার্ড মফিজ মজুমদার ২০১৫ সালে অবসর নেন। নিয়ম রয়েছে অবসরে যাওয়ার পর ছয় মাস কোয়ার্টারে থাকতে পারবেন। কিন্তু তিনি সাত বছর নিয়মবহির্ভূতভাবে অপর গার্ড সুমন হোসেনকে ধোঁকা দিয়ে পরিবার নিয়ে বসবাস ও মাছের খাদ্য এবং ভারতীয় ওষুধের ব্যবসা করে আসছেন। এ ছাড়া তিনি নিজে, স্ত্রী ও ছেলের নামে অবৈধ রসিদ করে হ্যাচারির রেণু পোনা ও ওষুধের রমরমা ব্যবসা করছেন।
- ট্যাগ:
- বাংলাদেশ
- অবসর
- সরকারি বাসভবন