যুদ্ধের মধ্যে ইউক্রেনের স্কুলে পড়াশোনা যেভাবে
প্রায় ছয় মাস ধরে চলছে ইউক্রেন–রাশিয়ার যুদ্ধ। দনবাস, খারকিভসহ দেশের বিভিন্ন অঞ্চলে সক্রিয় সামরিক তৎপরতা শুরু করেছেন ইউক্রেনীয়রা। এই যুদ্ধে দেশটির অনেক স্কুল ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এই পরিস্থিতির মধ্যেই দেশটিতে ১ সেপ্টেম্বর থেকে নতুন শিক্ষাবর্ষ শুরু হয়েছে। খুলেছে স্কুল। তবে এখন পর্যন্ত মাত্র ৪০ শতাংশ স্কুল আবার চালু হয়েছে।
স্কুল শুরুর প্রথম দিন শিক্ষার্থীরা ইউনিফর্ম পরে স্কুলে এসেছে। অনেক স্কুলে আবার শিক্ষার্থীরা দেশটির ঐতিহ্যবাহী পোশাক পরে এসেছিল। স্কুলগুলো বেলুন ও রঙিন কাগজ দিয়ে সাজানো হয়েছিল। অনেক দিন পর স্কুল খোলায় সবার হাতেই ছিল ফুল। সবাই দেশটির জাতীয় সংগীত গাওয়ার পর শিক্ষকদের সঙ্গে নিজ নিজ শ্রেণিকক্ষে প্রবেশ করে।
গত ২৪ ফেব্রুয়ারির পর ১ সেপ্টেম্বর থেকে সশরীর স্কুল খুললেও এখনো আতঙ্কে আছে শিশুরা। তারা পড়াশোনায় মন বসাতে পারছে না। ইউক্রেনের রাজধানী কিয়েভে ১১ বছর বয়সী স্কুলশিক্ষার্থী অ্যান্ড্রি বলেছে, ‘যুদ্ধের চেয়েও ক্লাসে নতুন শিক্ষক নিয়ে আমি বেশ ভয়ে আছি।’