You have reached your daily news limit

Please log in to continue


মেসি-এমবাপে জুটিতে পিএসজির সহজ জয়

লিওনেল মেসির বানিয়ে দেওয়া বলে জোড়া গোল করলেন কিলিয়ান এমবাপে। তারকা জুটির নৈপুণ্যে নঁতের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়লো প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)।

প্রতিপক্ষের মাঠে রোববার রাতে লিগ ওয়ানের ম্যাচটি ৩-০ ব্যবধানে জিতেছে গতবারের চ্যাম্পিয়নরা। এমবাপের জোড়ার সঙ্গে এক গোল যোগ করেন নুনো মেন্দেস।

ম্যাচের ২৪তম মিনিটেই দশজনের দলে পরিণত হয়েছিল নঁতে। অধিকাংশ সময় একজন কম নিয়ে খেলা স্বাগতিকরা স্বাভাবিকভাবেই সেভাবে লড়াই করতে পারেনি।

এই ম্যাচে নেইমারকে শুরুর একাদশে রাখেননি পিএসজি কোচ ক্রিস্টোফে গাল্টিয়ের। ১৮তম মিনিটে দলকে এগিয়ে নেন এমবাপে। মেসির পাস ফাঁকায় পেয়ে নিয়ন্ত্রণে নিয়ে উঁচু কোনাকুনি শটে দূরের পোস্ট দিয়ে গোলটি করেন ফরাসি ফরোয়ার্ড।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন