ব্রহ্মাস্ত্র মুক্তির আগেই প্রচুর টিকিট বিক্রি, খরা কাটাবে বলিউডের?

বার্তা২৪ প্রকাশিত: ০৪ সেপ্টেম্বর ২০২২, ০৯:৩৩

বলিউডের খরা কাটাবে 'ব্রহ্মাস্ত্র'? হিন্দি ছবির দুর্দিনে আশার আলো দেখাচ্ছে অয়ন মুখোপাধ্যায়ের সাধনার ফল। অগ্রিম বুকিংয়ের হিসেব-নিকেশ তেমনই বলছে।


এই ছবির হাত ধরেই ঘুরে দাঁড়াতে পারে বলিউড, এমনই আভাস পাচ্ছেন চলচ্চিত্র বাণিজ্য বিশেজ্ঞরা। আগামী শুক্রবার মুক্তি পেতে চলেছে ছবিটি। ইতিমধ্যেই শুরু হয়েছে অগ্রিম বুকিং। যার সংখ্যা নেহাতই মন্দ নয়। মনে করা হচ্ছে, ছবি মুক্তির দিন পর্যন্ত এই হাতে বুকিং চললে মিলতে পারে সাফল্য।


পুরাণ এবং ফ্যান্টাসিকে মিলিয়ে দিয়ে 'ব্রহ্মাস্ত্র'-র গল্প বুনেছেন অয়ন। এই ছবির হাত ধরে প্রথম বার পর্দায় জুটি বাঁধছেন রণবীর কাপুর এবং আলিয়া ভাট। তা নিয়ে দর্শকদের মধ্যে আলাদা উন্মাদনা তৈরি হয়েছে। বিশেজ্ঞরা মনে করছেন, এই উন্মাদনাই ছবির ব্যবসাকে এগিয়ে দিতে পারে।


বলিউডের বাণিজ্য বিশারদ তরণ আদর্শ জানিয়েছেন, প্রতি দিন প্রায় ১১ হাজারের বেশি টিকিট বিক্রি হচ্ছে। শুক্রবার 'ব্রহ্মাস্ত্র'র আয় ছবিটির সামগ্রিক ব্যবসায় অনুঘটকের কাজ করবে। মোট অগ্রিম বুকিংয়ের মোট ৬৩ শতাংশ হয়েছে সে দিন। শনিবার ২৫ শতাংশ এবং রবিবার ১২ শতাংশ বুক হয়ে গিয়েছে ইতিমধ্যেই।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও