You have reached your daily news limit

Please log in to continue


সবচেয়ে চ্যালেঞ্জিং চরিত্রে

একসঙ্গে এত তারকার সঙ্গে একই ছবিতে, স্বপ্নেও ভাবেননি মৌনি রায়। সব মিলিয়ে নিজের ‘ব্রহ্মাস্ত্র’ ভ্রমণ নিয়ে দারুণ উচ্ছ্বসিত তিনি। টেলিভিশনের দুনিয়ায় রীতিমতো রাজত্ব করেছেন মৌনি রায়। বিশেষ করে ‘নাগিন’ সিরিজে ‘নাগিনকন্যা’ শিবান্যর চরিত্রে সবাইকে চমকে দিয়েছেন তিনি। বড় পর্দায় অক্ষয় কুমারের সঙ্গে ‘গোল্ড’, জন অ্যাব্রাহামের সঙ্গে ‘রোমিও আকবর ওয়াল্টার’, রাজকুমার রাওয়ের সঙ্গে ‘মেড ইন চায়না’র মতো ছবিতে দেখা গেছে তাঁকে। তবে এবার ‘ব্রহ্মাস্ত্র’ছবিতে এক অন্য রূপে আসতে চলেছেন তিনি।

অয়ন মুখার্জি পরিচালিত এই ছবিতে অমিতাভ বচ্চন, রণবীর কাপুর, আলিয়া ভাট, নাগার্জুনের মতো তারকারা আছেন। শাহরুখ খানকে এই ছবিতে অতিথি চরিত্রে দেখা যাবে। এ প্রসঙ্গে মৌনি বলেছন, ‘রণবীর, আলিয়া, বচ্চন স্যার, নাগার্জুন স্যার, শাহরুখ স্যারের সঙ্গে কাজ করে দারুণ আনন্দ পেয়েছি। শাহরুখ স্যার এই ছবিতে অতিথি শিল্পী হিসেবে আসবেন। “ব্রহ্মাস্ত্র”র ফ্যান্টাসির দুনিয়ায় শামিল হতে পেরেছি, এ জন্য নিজেকে ভাগ্যবতী মনে করি। এসব অভিনয়শিল্পীর সঙ্গে কাজ করে নিজেকে সমৃদ্ধ করতে পেরেছি। শুটিংয়ের সময় অনেক কিছু শিখেছি—সবকিছুই আমার জীবন অনেকটা বদলে দিয়েছে।’

এখানেই শেষ নয়, ছবিটিকে মৌনি তুলনা করেছেন হলিউডের সুপারহিরো ছবির সঙ্গে। তিনি বলেন, ‘আমরা মার্বেল ও ডিসির ছবি দেখে অবাক হই। কিন্তু আমাদের দেশ তো গল্পের দেশ। অয়ন ছবিতে আমাদের দেশের কাহিনিগুলো জুড়ে এমন এক ফিকশন বানিয়েছে, যা দারুণ চমকপ্রদ।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন