অ্যাপলের লোগো অর্ধেক খাওয়া কেন?
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ০৩ সেপ্টেম্বর ২০২২, ১৩:০৩
অ্যাপলের লোগো চেনেন না এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। লোগোতে একটি আপেল দেখা গেলেও সেখানে ডান দিকে একটি কামড়ের চিহ্ন। লোগোর আপেলে কামড় দেওয়া কেন? এ নিয়ে ধোঁয়াশা ছিল টেক প্রেমীদের। অনেকেই এর পেছনের বিভিন্ন কারণ উল্লেখ করেছেন।
কোম্পানিটি লোগো ডিজাইন করার জন্য ১৯৭৭ সালে বিজ্ঞাপনী সংস্থা রেজিস ম্যাককেনাকে নিযুক্ত করা হয়। এই সংস্থা কাজের দায়িত্ব দেয় রব জ্যানফকে। এই ডিজাইনারের ঘাড়ে আসে এমন এক দায়িত্ব, যা নিয়ে কয়েক দশক পরেও কৌতুহল বন্ধ হয়নি।
২০১৮ সালে জনপ্রিয় ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে অ্যাপেল লোগো ডিজাইন সম্পর্কে রব জ্যানফ বলেন, ‘আমি শুধু কম্পিউটারকে সহজ এবং মজাদার করে তুলতে চেয়েছিলাম।’
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
৯ মাস, ১ সপ্তাহ আগে