কক্সবাজার বিমানবন্দরের সমুদ্রে রানওয়ে সম্প্রসারণ ৩৬% শেষ

কালের কণ্ঠ কক্সবাজার জেলা প্রকাশিত: ০১ সেপ্টেম্বর ২০২২, ২২:৩০

কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করতে অবকাঠামো উন্নয়নের কাজ চলছে। এ পর্যন্ত সমুদ্রে রানওয়ে সম্প্রসারণ কাজের ৩৬ শতাংশ অগ্রগতি হয়েছে। আগামী বছরের সেপ্টেম্বর-অক্টোবর নাগাদ শেষ হবে বলে জানিয়েছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান।  


আজ বৃহস্পতিবার কক্সবাজারে অনুষ্ঠিত নিরাপত্তা বিষয়ক কমিটির দ্বিতীয় সভায় তিনি এসব কথা বলেন।


সভার আগে কমিটির সদস্যরা কক্সবাজার অপারেশন এলাকাসহ রানওয়ে সমুদ্রে সম্প্রসারণ কাজ পরিদর্শন করেন। পরিদর্শনকালে বিমানবন্দরের এয়ার সাইডের নিরাপত্তা ক্ষেত্রে ঝুঁকি চিহ্নিত করা হয়। এরপর রানওয়ে সম্প্রসারণ প্রকল্প কাজের অগ্রগতি পরিদর্শন করা হয়। পরিদর্শনকালে বেবিচক চেয়ারম্যান কাজের অবস্থা সম্পর্কে খোঁজ খবর নেন।  


এ সময় প্রকল্প কাজে দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়, কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর রানওয়ে সমুদ্রে সম্প্রসারণ কাজ আগামী বছরের সেপ্টেম্বর-অক্টোবরের মধ্যে শেষ হবে।  

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও