তিনমাস পর পর্যটকমুখর সুন্দরবন
সুন্দরবনে প্রবেশে টানা তিনমাসের নিষেধাজ্ঞা শেষে পর্যটকের পদচারণায় মুখর হয়ে উঠেছে সুন্দরবন।
বৃহস্পতিবার সকাল থেকে বনের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পূর্ব সুন্দরবনের চাঁদপাইরেঞ্জের পশুর নদের তীরে করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে ভিড় করতে থাকে দেশ বিদেশের বিভিন্ন বয়সী ভ্রমণ পিপাসুরা।
পরিবার পরিজন নিয়ে সুন্দরবনে ভ্রমণে আসতে পেরে খুশি পর্যটকরা। পর্যটকদের জন্য সুন্দরবনে ঘোরার জন্য এখন উপযুক্ত মৌসুম না হলেও ভিড় অনেক বেশি বলে জানিয়েছে বনবিভাগ।
সুন্দরবনের বন্যপ্রাণী ও মাছের প্রজনন বাড়াতে ১ জুন থেকে ৩১ অগাস্ট পর্যন্ত টানা তিন মাস জেলে, বাওয়ালী, মৌয়াল ও পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে বন অধিদপ্তর।
কুমিল্লা থেকে ঘুরতে আসা অদিতি রহমান ও অহনা ইসলাম বলেন, অনেকদিন ধরে সুন্দরবনে আসার ইচ্ছা ছিল, বন্ধ থাকায় আসতে পারেননি। সুন্দরবনের কথা বইয়ে পড়েছেন। এবার এসে তা নিজ চোখে দেখে ভালো লাগছে।
করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির বলেন, টানা তিন মাস বন্ধ থাকার পর আজ থেকে সুন্দরবনের করমজলসহসব স্পটগুলো পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে। এছাড়া বনের উপর নির্ভরশীল জেলে ও বাওয়ালীদের জন্যও (পাশপারমিট) অনুমতি দেওয়া শুরু হয়েছে। সকাল থেকে এখানে পর্যটকরা ভিড় করছেন।
- ট্যাগ:
- বাংলাদেশ
- নিষেধাজ্ঞামুক্ত
- পর্যটকদের ঢল