সুয়েজ খালে ১ ঘণ্টা আটকে থাকল জাহাজ
ব্যস্ততম নৌপথ মিশরের সুয়েজ খালে আবারও একটি জাহাজ আটকে যাওয়ার ঘটেছে। স্থানীয় সময় বুধবার রাতে অল্প সময়ের জন্য একটি তেলবাহী ট্যাঙ্কার আটকে যায়।
পরে সিঙ্গাপুর ভিত্তিক অ্যাফিনিটি ফাইভ নামের জাহাজটি টাগ বোট দিয়ে ১ঘন্টা পর কোনো জটিলতা ছাড়াই সরিয়ে নেওয়া হয় বলে এক প্রতিবেদনে জানায় বিবিসি।
সুয়েজ খাল কর্তৃপক্ষ জানায়, জাহাজের রাডারে প্রযুক্তিগত ত্রুটির কারণে পাইলট নিয়ন্ত্রণ হারিয়েছিলেন।
এর আগে ২০২১ সালের মার্চের শেষে সুয়েজ খালের সরু পথে আড়াআড়ি আটকে পড়েছিল পণ্যবাহী জাহাজ ‘এভার গিভেন’। তখন খালের দু’পাশে তৈরি হয় বিশাল নৌযানের জট। ছয় দিন অভিযানের পর বিশাল জাহাজটি সরানো সম্ভব হয়।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- জাহাজ বিকল
- সুয়েজ খাল