ভারতের বাজারে ইনফিনিক্স নোট ১২ প্রো, যা থাকছে এই স্মার্টফোনে

কালের কণ্ঠ প্রকাশিত: ০১ সেপ্টেম্বর ২০২২, ১৪:৪৯

গত সপ্তাহেই ভারতের বাজারে এসেছিল ইনফিনিক্স নোট ১২ প্রো। তুলনামূলক কম দামের এই ফোনের অন্যতম প্রধান আকর্ষণ ১০৮ এমপির প্রাইমারি ক্যামেরা। আজ বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) থেকে ভারতের বাজারে ১৬ হাজার ৯৯৯ রুপিতে মিলবে এই ফোন।


দাম ও লঞ্চ অফার


ভারতের বাজারে ইনফিনিক্স নোট ১২ প্রো কিনতে খরচ হবে ১৬ হাজার ৯৯৯ রুপি। এই ফোনে থাকছে ৮ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ। সাদা, নীল ও ধূসর রঙে শুরু হবে বিক্রি। আজ দুপুর ১২টায় বিক্রি শুরু হবে। ডেবিট অথবা ক্রেডিট কার্ড ব্যবহার করে এই ফোন অর্ডার করলে মিলবে দেড় হাজার রুপির ছাড়। এ ছাড়া মিলবে ৫০০ রুপির অতিরিক্ত ছাড়।


ফোনটিতে যা থাকছে


ইনফিনিক্স নোট ১২ প্রোতে থাকছে ডুয়াল সিম সাপোর্ট। এই ফোনে অ্যানড্রয়েড-১২ অপারেটিং সিস্টেমের ওপর চলবে কম্পানির এক্সওএস ১০.৬ স্ক্রিন। থাকছে ৬.৭ ইঞ্চির এফএইচডি ও এমোলেড ডিসপ্লে। এই ফোনে আরো থাকছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেট আপ। ফোনটির অন্যতম প্রধান আকর্ষণ ১০৮ এমপির প্রাইমারি ক্যামেরা। সঙ্গে রয়েছে দুই এমপির ডেপ্ত সেন্সর ও একটি এআই লেন্স। রিয়ার ক্যামেরার সঙ্গে পাবেন কোয়াড এলইডি ফ্ল্যাশ। থাকছে ২৫৬ জিবি ইউএফএস ২.২ স্টোরেজ। দুই টিবি পর্যন্ত মেমোরি কার্ড ব্যবহার করা যাবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও