কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

এত কাঁটাতার কেন?

যুগান্তর ড. মাহবুব উল্লাহ প্রকাশিত: ০১ সেপ্টেম্বর ২০২২, ১৩:৫১

একটা সময় পর্যন্ত বাংলাদেশে যে রাজনীতি হয়েছে, সে রাজনীতির উদ্দেশ্য হলো উন্নয়ন। বলা হতো, উন্নয়নের গণতন্ত্র চাই।


এ উন্নয়নের গণতন্ত্রের মূল বৈশিষ্ট্য কী? জবাবে বলা হয়েছে-কম কম গণতন্ত্র এবং বেশি বেশি উন্নয়ন। বিশ্বের কর্তৃত্ববাদী সরকারগুলো তাদের কর্মকাণ্ডের গ্রহণযোগ্যতা বাড়াতে কম গণতন্ত্র এবং বেশি উন্নয়নের কথা বলে। পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান যখন এক রাষ্ট্র ছিল, তখন নানাভাবে কায়দাকানুন করে গণতন্ত্রকে বন্দিত্বের খাঁচায় আবদ্ধ করতে চাওয়া হয়েছিল। তারপর এলো ফিল্ড মার্শাল আইয়ুব খানের সামরিক সরকার।


আইয়ুব খানের লেখাজোখা থেকে জানা যায়, তিনি ১৯৫৪ সাল থেকে পাকিস্তানে সামরিক শাসন প্রবর্তনের প্রস্তুতি নিচ্ছিলেন। সুকৌশলে তাকে যারা বিরোধিতা করতে পারে সেসব মানুষকে পথের কাঁটা হিসাবে চিহ্নিত করে রাজনীতির বলয় থেকে দূরে নিক্ষেপ করেছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও