You have reached your daily news limit

Please log in to continue


খালেদা জিয়া চন্দ্রিমা উদ্যানে কাকে শ্রদ্ধা জানান, প্রশ্ন সংস্কৃতি প্রতিমন্ত্রীর

রাজধানীর চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানকে সমাহিত করার কথা বলা হলেও তার মৃতদেহ ‘কেউ দেখেনি’ মন্তব্য করে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ প্রশ্ন করেছেন- বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তাহলে সেখানে কাকে শ্রদ্ধা জানান?

বুধবার সকালে রাজধানীর জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনী গ্যালারিতে এক অনুষ্ঠানে এ কথা বলেন প্রতিমন্ত্রী।

তিনি বলেন, “কথিত আছে যে রাজধানী ঢাকার চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানকে সমাহিত করা হয়েছে। কিন্তু তার মৃতদেহ কেউ দেখেনি।

“সেখানে জিয়া নাকি অন্য কোনো মানুষ বা প্রাণীকে সমাহিত করা হয়েছে এ নিয়ে সবার মাঝে সংশয় রয়েছে। তাই বেগম জিয়ার কাছে আমার প্রশ্ন, আপনি স্বামী ভেবে কাকে শ্রদ্ধা জানান?

“এ বিষয়ে আশু বিজ্ঞানভিত্তিক তদন্ত হওয়া জরুরি। বেগম খালেদা জিয়াকে এ তদন্ত কমিটির প্রধান করা যেতে পারে। আমরা এ ক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতা করব।”

জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় বাংলাদেশ জাতীয় জাদুঘর আয়োজিত স্বেচ্ছায় রক্তদান এবং বিনামূল্যে রক্তের গ্রুপ ও ডায়াবেটিস পরীক্ষা কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলছিলেন প্রতিমন্ত্রী।

এ সময় তিনি বলেন, “যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ-এর তত্ত্বাবধানে ও জিয়াউর রহমানের প্রত্যক্ষ ষড়যন্ত্রে জাতির পিতা বঙ্গবন্ধুকে সপরিবারে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল।

“বঙ্গবন্ধু জানতে পেরেছিলেন তার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। কিন্তু তিনি স্বপ্নেও ভাবতে পারেননি কোনো বাঙালি তাকে হত্যা করতে পারে। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের নেপথ্যে যারা ছিল তাদের খুঁজে বের করতে কমিশন গঠন করা হচ্ছে।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন