কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

রাশিয়া থেকে ৫ লাখ টন গম আমদানির প্রস্তাব অনুমোদন

www.tbsnews.net প্রকাশিত: ৩১ আগস্ট ২০২২, ১৪:২৩

ডলারে মূল্য পরিশোধ করে রাশিয়া থেকে জিটুজি ভিত্তিতে ৫ লাখ টন গম আমদানির প্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। প্রতি কেজি গমের আমদানি মূল্য পড়বে ৪০.৮৫ টাকা।


বুধবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় রাশিয়া থেকে গম আমদানির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে বলে সভা শেষে জানান মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোঃ আব্দুল বারিক।


তিনি জানান, রাশিয়া থেকে গম আমদানির ক্ষেত্রে প্রতি টনের দাম পড়বে ৪৩০ ডলার। রাশিয়ান একটি কোম্পানি বাংলাদেশকে এ গম সরবরাহ করবে। ৫ লাখ টন গম আমদানিতে মোট ব্যয় হবে ২০৪২.৫০ কোটি টাকা।



এছাড়া ভারত ও ভিয়েতনাম থেকে ৩.৩০ লাখ টন চাল আমদানির প্রস্তাব অনুমোদনও দিয়েছে কমিটি। এর মধ্যে ভিয়েতনাম থেকে থেকে ২.৩০ লাখ টন এবং ভারত থেকে ১ লাখ টন চাল আমদানি হবে।


এর মধ্যে ভারত থেকে সমুদ্রপথে ৭০ হাজার নন-বাসমতি সিদ্ধ চাল আমদানির ক্ষেত্রে প্রতি কেজিতে ব্যয় হবে ৪২.১৩ টাকা। সড়কপথে আমদানি হবে ৩০ হাজার টন, যেখানে কেজিতে ব্যয় হবে ৪০.৭০ টাকা। উভয় ক্ষেত্রেই প্রতিটন চালের আমদানি মূল্য ধরা হয়েছে ৪৪৩.৫০ ডলার।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও