![](https://media.priyo.com/img/500x/https://gumlet.assettype.com/bdnews24%2F2022-08%2Ffb3a786e-0fd4-4284-bca4-1a51a6b6efa7%2Fmikhail_gorbachev_graffitti_310822_18.jpg?auto=format%2Ccompress&fmt=webp&format=webp&w=700)
মিখাইল গর্বাচেভ: ১৯৩১-২০২২
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ৩১ আগস্ট ২০২২, ১২:১৮
রাশিয়ার দক্ষিণাঞ্চলের দারিদ্র্যপীড়িত স্তাভরোপোল অঞ্চলে ১৯৩১ সালের ২ মার্চ মিখাইল গর্বাচেভের জন্ম, যিনি একসময় বিশ শতকের পৃথিবীর অন্যতম প্রভাবশালী রাজনীতিবিদে পরিণত হন।
বাবা-মা দুজনেই কাজ করতেন খামারে, কিশোর বয়সে গর্বাচেভ নিজেও ফসলের জমিতে কম্বাইন হার্ভেস্টার চালিয়েছেন।
মস্কো স্টেট ইউনিভার্সিটিতে পড়ার সময় কমিউনিস্ট পার্টিতে সক্রিয় হন গর্বাচেভ, সেই সময়ই পরিচয় হয় রাইসার সাথে, পরে পরিণয়।