অর্থনীতিতে এখন ৪ ধরনের বিচ্যুতি: দেবপ্রিয় ভট্টাচার্য
প্রথম আলো
প্রকাশিত: ৩১ আগস্ট ২০২২, ১২:১১
দেশের অর্থনীতিতে বর্তমানে চার ধরনের বিচ্যুতি রয়েছে। এগুলো হচ্ছে রাষ্ট্রীয় বিনিয়োগের তুলনায় ব্যক্তি খাতে বিনিয়োগ অনেক কমে যাওয়া, প্রত্যক্ষ কর আহরণে দুর্বলতা, ভৌত অবকাঠামোর তুলনায় শিক্ষা ও স্বাস্থ্য খাতে কম বরাদ্দ দেওয়া এবং সামাজিক সুরক্ষা কর্মসূচিতে বৈষম্য করা। এসব বিচ্যুতি ঠিক করা না গেলে দেশের চলমান উন্নয়ন ও অর্জনকে টেকসই করা সম্ভব হবে না। পৌঁছানো যাবে না পরবর্তী উত্তরণ পর্যায়ে।
গতকাল মঙ্গলবার রাজধানীর পুরানা পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) আয়োজিত এক সংলাপে এসব কথা বলেন বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) বিশেষ ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য। ইআরএফের সভাপতি শারমিন রিনভীর সভাপতিত্বে সংলাপটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক এস এম রাশিদুল ইসলাম।