বৈদ্যুতিক গাড়ি চলবে দেশে
আইনে না থাকায় বাংলাদেশে বিদ্যুৎচালিত গাড়ি নিবন্ধন পায় না। সরকার এখন নতুন আমদানি করা ইলেকট্রিক কার নিবন্ধন (রেজিস্ট্রেশন) দেবে। এজন্য সড়কের ধারে থাকবে চার্জিং স্টেশন। মূলত কার্বন ও শব্দদূষণ কমাতে ইলেকট্রিক গাড়ির ব্যবহার উৎসাহিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে বৈদ্যুতিক গাড়ির জন্য নীতিমালা চূড়ান্ত করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।
পরিবেশ দূষণ ও কার্বন নিঃসরণ রোধে ইলেকট্রিক কারকে ভবিষ্যতের বাহন বলা হচ্ছে। প্রতিবেশী ভারতেও চলছে বিদ্যুৎচালিত প্রাইভেটকার কিংবা বাস। চীন পেট্রোল, ডিজেল, গ্যাসচালিত গাড়ির বদলে ইলেকট্রিক কারকে উৎসাহিত করছে। দেশটিতে ২০৩০ সালের মধ্যে মোট গাড়ির অর্ধেক হবে বিদ্যুৎচালিত।