৫০ লাখ টাকা নিয়ে লাপাত্তা

কালের কণ্ঠ রাজবাড়ী সদর প্রকাশিত: ৩১ আগস্ট ২০২২, ০৮:৫৯

২০২১ সালের ৬ অক্টোবর একটি জাতীয় দৈনিক পত্রিকায় জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে পল্লী ভিশন নামের একটি কথিত সংস্থা। সেই বিজ্ঞপ্তিতে লোভনীয় বেতনাদিসহ নানা প্রলোভন দেওয়া হয়। ফলে অনেকে প্রতিষ্ঠানটির সঙ্গে যোগাযোগ করে। সারা দেশেই এ ধরনের প্রতারণার ফাঁদ পাতে চক্রটি।


রাজবাড়ী জেলার সহকারী প্রকল্প পরিচালক হিসেবে নিয়োগ নেন পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের পাট্টা গ্রামের নিপুল কুমার। পরে তিনি এটিকে সরকারি প্রজেক্ট বলে প্রচার করে পাংশা, কালুখালী, বালিয়াকান্দি ও রাজবাড়ী সদর উপজেলা থেকে প্রায় ৮০০ শিক্ষিত বেকার যুবক ও নারীদের শিক্ষক হিসেবে নিয়োগ দেন। এ জন্য তাঁদের প্রত্যেকের কাছ থেকে তিন হাজার ৬০০ টাকা করে জামানত নেওয়া হয়। এ খাত থেকে তাঁরা আয় করেন ২৮ লাখ টাকা। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও